নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
মোটরসাইকেলে দ্রুত রেলক্রসিং সময় ছিটকে গেল হৃদয়
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর:
দিনাজপুরের বিরলে ট্রেন আসার মুহুর্তে দ্রুত রেলক্রসিং পারাপারের সময় ছিটকে গিয়ে হৃদয় হোসেন (১৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হৃদয় তেঘরা মহেশপুর গ্রামের আফছার আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ০৬ টায় পঞ্চগড় থেকে দিনাজপুর আসার পথে কাঞ্চন আপ ট্রেনটি রেললাইনের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি'র তেঘরা-মুকলিশপুর রেলগেটের ক্রসিং অতিক্রম করার মুহুর্তে মোটরসাইকেল আরোহী অসাবধানতাবশত ব্রেক করতে গিয়ে ছিটকে পরে।
আরও পড়ুন
পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে সে ভালো হতে পারে না: কাদের মির্জা
ওবায়দুল কাদের ও মির্জা কাদেরকে এবার চ্যালেঞ্জ ছড়ে দিল ভাগিনা
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন স্টার্ক!
এ ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জলধি নাথ রায় তাঁকে মৃত ঘোষণা করেন।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য