কৃত্রিম প্রজননে জন্মগ্রহণকারী প্রথম সিংহশাবকের আগমন উদযাপন

অনলাইন ডেস্ক

কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্মগ্রহণকারী প্রথম সিংহশাবকের আগমন উদযাপন করছে সিঙ্গাপুরের একটি চিড়িয়াখানা। দুর্ভাগ্যক্রমে কোনোদিনও বাবা মুসাফার সাথে দেখা হবেনা সিম্বা নামের শাবকটির।

‘আর্টিফিশিয়াল ইনসেমিনেশন’ পদ্ধতিতে পুরুষ সিংহের শুক্রাণু স্ত্রী সিংহের দেহে প্রবেশ করিয়ে শাবকটি জন্মানো হয়েছে। বর্তমানে সিম্বা একটি স্বাস্থ্যকর পরিবেশেই বেড়ে উঠছে বলে জানিয়েছে চিড়িয়াখানাটি ওয়াইল্ডলাইফ হেলথ কেয়ার রিসার্চ সেন্টার।

 

শাবকটি দুধের সাথে অল্প পরিমাণে কাঁচা মাংস খাওয়া শুরু করেছে। সিঙ্গাপুরে এই ঘটনা প্রথম ঘটলেও কৃত্রিম প্রজনন পদ্ধতিতে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় দুটি সিংহ শাবকের জন্ম হয়েছিল।  


কেমন চলছে প্রমিলা ক্রিকেটারদের ক্যাম্প

গুলির শব্দের সূত্র ধরে মিলল বড়সড় অস্ত্র কারখানার সন্ধান

দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ


পরিসংখ্যান অনুযায়ী, গেল দুই দশকে বিশ্বে অন্তত ৪০ শতাংশ হারে কমে গেছে সিংহের সংখ্যা। উদ্বেগজনক এই পরিস্থিতিতে পরিবর্তন আনতেই কৃত্রিম প্রজনন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।

news24bd.tv নাজিম