উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ জিয়াউর রহমানই উন্মুক্ত করেছিলেন: ওবায়দুল কাদের
দলের নির্দেশে হরতাল প্রত্যাহারে মির্জা কাদেরের
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুলকে নিয়ে ফেসবুকে আপওিকর বক্তব্যর প্রতিবাদে রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তার ছোট ভাই আবদুল কাদের মির্জা। দলের ‘হাইকমান্ডের’ নির্দেশে এই হরতাল প্রত্যাহার করা হয় বলে উল্লেখ করে আবদুল কাদের মির্জা বলেন,আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে’ ডাকা সংবাদ সম্মেলনও বাতিল করেছেন।
নোয়াখালীর ‘অপরাজনীতি ও লুটপাট বন্ধের’ দাবিতে ২৫ জানুয়ারি সন্ধ্যায় কাদের মির্জা ঘোষণা দেন, রোববার কোম্পানীগঞ্জে হরতাল পালন করা হবে। এরপর গতকাল বৃহস্পতিবার তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, একই দাবিতে ২ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।
শুক্রবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সংবাদ সম্মেলন ও হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
মেসিকে বিক্রি না করে বার্সা ভুল করেছে : রিভালদো
ঋণ থেকে মুক্তি পেতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন
বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বলেন, ‘আমাদের দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছে আমাকে, আমি হাইকমান্ডের নির্দেশ ছাড়া কোনো কিছু করতে পারব না। আমি আগামী রোববারের হরতাল প্রত্যাহার করলাম। তারপর হাইকমান্ড নির্দেশ দিয়েছে সংবাদ সম্মেলনের দরকার নাই, আমি দেখব। নোয়াখালীর অপরাজনীতি আমি বন্ধ করব। তাই আমি সংবাদ সম্মেলন প্রত্যাহার করলাম।’
সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, ‘আমি হাইকমান্ডের নির্দেশ মেনে নিয়েছি। তাই আগামী এক মাসের মধ্যে নেত্রী যদি নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কোম্পানীগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে তিনি অন্যায়, অবিচার, লুটপাট ও চাকরি–বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করব।’
কাল চৌমুহনীতে ভোট। যদি কোনো অনিয়ম করা হয়, সেখানে যদি ভোট ডাকাতি করা হয়, নোয়াখালীর এমপি একরামের গৃহপালিত ডিসি, এসপি আপনাদের জবাব দিতে হবে।’
প্রসঙ্গত, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পরিবার রাজাকার ছিল বলে মন্তব্য করেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের আওয়ামী লীগের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য