আবারো পেছালো নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ ১৮ মার্চ ধার্য করেছেন আদালত
ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড না থাকলে ঢোকা যাবে না কলেজে
অনলাইন ডেস্ক
প্রতিবছরের ন্যায় এ বছরও ১৪ই ফেব্রুয়ারি পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। আর মাত্র কয়েকটা দিন পরেই বিশ্বব্যাপি পালিত হবে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের আগেই যোগার করতে হবে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না থাকলে ঢোকা যাবেনা কলেজে।
সম্প্রতি ভারতের আগ্রার সেন্ট জনস কলেজে ছাত্রীদের উদ্দেশে এমন একটি নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো চারদিকে শোরগোল শুরু হয়ে গেছে।বিতর্ক খুব বাড়বাড়ি পর্যায়ে চলে গেলে কলেজ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় ওই নোটিশ ভুয়া।
যদিও আশিস শর্মা নামে কলেজের একামেডিক অ্যাফেয়ার্সের অ্যাসোসিয়েট ডিনের স্বাক্ষরও ছিল নোটিশে। তাতে বলা হয়েছিল, প্রত্যেক ছাত্রীকেই ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’র আগে একজন বয়ফ্রেন্ড জোগাড় করতে হবে। তাদের নিরাপত্তার জন্যই এই বন্দোবস্ত।
যারা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারবেন না, তাদের ওই কলেজে ঢুকতে দেওয়া হবে না। প্রত্যেক ছাত্রীকেই সপ্তাহখানেক আগে বয়ফ্রেন্ডের সঙ্গে তোলা ছবি প্রমাণ হিসেবেও দেখাতে হবে।
মেসিকে বিক্রি না করে বার্সা ভুল করেছে : রিভালদো
ঋণ থেকে মুক্তি পেতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন
সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায় ওই নোটিশ। বিতর্কের মাঝেই অবশ্য কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নোটিশ ভুয়া। এ ধরনের কোনো নিয়ম জারি করা হয়নি। এমনকি স্বাক্ষরের জায়গায় যে ব্যক্তির নাম রয়েছে, সেই নামে কলেজে কোনো অধ্যাপক নেই।
এ বিষয়ে সেন্ট জনস কলেজের প্রিন্সিপাল জানান, এই ধরনের কোনো নোটিশ কলেজ কর্তৃপক্ষ জারি করেনি। এটি ভুয়া। ঘটনা তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
তার কথায়, কলেজ কর্তৃপক্ষের নাম করে কয়েকজন কলেজে ভুয়া বার্তা ছড়াচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। কলেজের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে।
অবশ্য নোটিশটি ভুয়া প্রমাণের আগেই খবরটি ভাইরাল হয়ে যায়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়।
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য