এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় ফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করেন।

বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সিদ্ধান্তেই করোনাকালে এভাবে ফল দেওয়া হয়। শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর বাদ না হয়ে যায়, তাই এভাবে ফল দেওয়া হয়েছে।  
 
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়। মার্চ মাসের পরেই স্কুল কলেজ খুলে দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের।

এর মধ্যে যতটা সম্ভব ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। এসময় শিক্ষার্থীদের বাসায় বসে পড়াশোনা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।  

শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও মত দেন প্রধানমন্ত্রী।  

news24bd.tv/আয়শা