যৌবন ধরে রাখতে দুধ, ভাত ও মধুর মিশ্রণ

যৌবন ধরে রাখতে দুধ, ভাত ও মধুর মিশ্রণ

অনলাইন ডেস্ক

বয়স বাড়ার সাথে সাথে চেহারায় পড়ে বয়সের ছাপ। এই ছাপ থেকে মুক্ত থাকতে অনেকেই অনেক কিছু করে থাকে। তবে বেশিরভাগ লোকই এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারে না। ত্বক হারাতে থাকে ঔজ্জ্বল্য।

কিন্তু আপনি চাইলেই ত্বক থেকে বয়সের ছাপ মুছে ফেলতে ব্যবহার করতে পারেন দুধ, ভাত ও মধুর জাদুকরী ফেস প্যাক। এটি বয়সের ছাপ মুছে ফিরিয়ে দেবে স্বাভাবিক উজ্জ্বলতা।

ভাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। যা ত্বককে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

এছাড়া ভাতের মাড়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যা ত্বকে পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি রক্ত চলাচল ঠিক রাখে।

চলুন জেনে নিই ভাতের প্যাক তৈরি ও ব্যবহার সম্পর্কে-

 

উপকরণ : প্যাকটি তৈরির জন্য লাগবে ৩ টেবিল চামচ ভাত, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ দুধ।

প্যাক তৈরি প্রক্রিয়া : কিছু গরম ভাত নিয়ে নিন। এরপর এ গরম ভাতের সঙ্গে কুসুম গরম দুধ এবং মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন।

ব্যবহারবিধি : প্যাকটি ব্যবহারের আগে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সেটি মুখ ও ঘাড়ে ভালো করে লাগান। এ প্যাক শুকিয়ে গেলে ভাতের মাড় দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। দেখবেন জাদুকরী ফল পাচ্ছেন।