স্ট্রোমাটোলাইট: পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত জীবাশ্ম

স্ট্রোমাটোলাইট: পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত জীবাশ্ম

অনলাইন ডেস্ক

স্ট্রোমাটোলাইট হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত জীবাশ্ম হিসেবে। সায়ানোব্যাকটিরিয়া দ্বারা তৈরি মাইক্রোবিয়াল রিফস (পূর্বে নীল-সবুজ শেত্তলা হিসাবে পরিচিত ছিলো)। এটি গ্রীক শব্দ 'স্ট্রোমা' ও 'লিথোস' থেকে এসেছে। যার আক্ষরিক অর্থ 'স্তরযুক্ত শিলা'।

প্রায় সাড়ে ৩ বিলিয়ন বছর আগে পশ্চিম অস্ট্রেলিয়ায় এর উৎপত্তি বলে ধারণা করা হয়।  এই স্ট্রোমাটোলাইটগুলি বিকাশের পর পৃথিবীর বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের প্রায় ২০ শতাংশ উৎপন্ন করে। যা পরবর্তীতে বিকশিত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।

news24bd.tv

পৃথিবীর প্রাচীনতম মহাদেশে অস্ট্রেলিয়ার উপকূলের সড়ক ধরে যাওয়ার সময় ইমু আর ক্যাঙ্গারুর পাশাপাশি চোখে পড়ে এই স্ট্রোমাটোলাইট।

news24bd.tv

জীবিত স্ট্রোমাটোলাইটগুলি পৃথিবীতে শুধুমাত্র কয়েকটি লবণাক্ত লেগুন বা উপসাগরে পাওয়া যায়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জীবিত এবং জীবাশ্ম উভয় ধরণের স্ট্রোমাটোলাইটের জন্য আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ।


অবশেষে হিজাব যুদ্ধে জয়ী নারী সেনারা

এইচএসসির ফল দেখুন এখানে

ষাটোর্ধ্ব এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি!

ধস্তাধস্তির চিহ্ন না মেলায় ধর্ষণ মামলার আসামি খালাস


পৃথিবীতে মানুষ বা ডায়নোসর যুগের অনেক আগে প্রায় সাড়ে ৪ বিলিয়ন বছর আগে পৃথিবী কেমন ছিলো তা দেখতে অনেক দর্শনার্থীর আগমন ঘটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলগুলোতে।

news24bd.tv / নকিব