রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
পতিত জমি ব্যবহারের মডেল বরিশালের রহমতপুর
রাহাত খান, বরিশাল
প্রতি ইঞ্চি পতিত জমির সদ্ব্যবহারের মডেল এখন বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট। ১৭৫ শতাংশ পতিত জমিতে ১৩ ধরনের শাক- সবজি উৎপাদন করছে তারা। ফলনও হবে বারোমাস। এই পদ্ধতিতে কৃষি কাজ মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।
বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউট ক্যাম্পাসে প্রবেশ করলে ডান পাশে চোখে পড়বে সারি সারি আম, লিচু, সুপারি ও নারিকেল গাছ। সুপারি গাছ জড়িয়ে বেড়ে উঠেছে সীমের লতা। ১৩ ধরনের শাক-সবজির চাষ করছে কর্তৃপক্ষ। এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকার এই পদ্ধতি এখন কৃষকদের কাছে মডেল।
মেসিকে বিক্রি না করে বার্সা ভুল করেছে : রিভালদো
ঋণ থেকে মুক্তি পেতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন
বরিশালের উপ-সহকারী প্রশিক্ষক আসমা ইসলাম কেয়া জানান, সব কৃষকের পতিত জমি কৃষির আওতায় আনতে পাড়লে নিরাপদ খাদ্যে স্বয়ং সম্পূর্ন হওয়া ছাড়াও আর্থিকভাবে লাভবান হবে তারা।
সংশ্লিষ্টরা জানান, মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এরই মধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে ।
কৃষি কর্মকর্তা নাহিদ-বিন রফিক বলেন, নতুন এই পদ্ধতি কৃষকদের মাঝে বেশ সারা ফেলেছে। এরই মধ্যে পতিত জমিতে কৃষি কাজ করে সফলতাও পেয়েছেন অনেকে ।
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য