নিউইয়র্কে একই পরিবারের ১৯ বাংলাদেশি করোনা আক্রান্ত

নিউইয়র্কে একই পরিবারের ১৯ বাংলাদেশি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্কে একই পরিবারের ১৯ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। আমেরিকার অধিকাংশ প্রদেশে করোনার প্রথম ঢেউ চললেও নিউইয়র্কে দ্বিতীয় ঢেউ চলছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে অসাবধানতার কারণে পুরো পরিবার করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার বাংলাদেশিরা বেশি আক্রান্ত হচ্ছেন।

কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ব্রুকলিনে বসবাসকারী গোলাম হোসেন জানান, তিনি এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সকলের দোয়ায় তারা এখন সুস্থ।

আরও পড়ুন:


ফরম পূরণের কিছু টাকা পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ব্যালটে সমান ভাগে সিল মারার দাবি

ষাটোর্ধ্ব এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি!

আফগানিস্তান ছাড়তে মার্কিন সেনাদের তালেবানদের হুঁশিয়ারী


তিনি আরও বলেন, করোনায় তার বড় ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম মৃত্যুবরণ করেছেন। আমার বড় ভাইয়ের পরিবারটি একটু বড়।

তাদের প্রায় সবাই ব্রুকলিনে থাকেন। সেই পরিবারের ১৯ জন সদস্য করোনায় আক্রান্ত। এদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জন মারা গেছেন, ১ এক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং ১ জন হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। বাকিরা সবাই বাসায় আইসোলেশনে রয়েছেন। যারা বাসায় আইসোলেশনে রয়েছেন তারা সবাই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

news24bd.tv আহমেদ