বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
তাইওয়ানের স্বাধীন হতে হাওয়ার অর্থই হচ্ছে যুদ্ধ: চীনের হুশিয়ারি
নাহিদ জিহান
তাইওয়ানের স্বাধীন হতে চাওয়ার অর্থই হচ্ছে যুদ্ধ বলে হুশিয়ারি দিলো চীন। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন চীন ও তাইওয়ানের বোঝাপড়া প্রয়োজন।
তাইওয়ান ইস্যুতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এ অঞ্চলটির জলসীমায় বেইজিং-এর সামরিক কর্মকাণ্ডকে চীনের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
উ কিয়ান বলেন, তাইওয়ানের সামান্য কিছু লোকজন দ্বীপটির স্বাধীনতা চায়। তবে স্বাধীনতাকামীদের আমরা সতর্ক করে দিয়েছি। উসকানি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের সশস্ত্র বাহিনী ব্যবস্থা নেবে। আগুন নিয়ে যারা খেলবে, তারা নিজেরাই পুড়বে। তাইওয়ানের স্বাধীনতার অর্থ হচ্ছে যুদ্ধ।
মেসিকে বিক্রি না করে বার্সা ভুল করেছে : রিভালদো
ঋণ থেকে মুক্তি পেতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন
এছাড়া দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও হুঁশিয়ারি জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে। যা শান্তির জন্য ভালো নয়।
এর আগে চীনের চাপ মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পাশে থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, তাইওয়ানকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তা দ্বন্দ্বের দিকে নিয়ে যাবার কোন কারণ ঘটেনি। কিরবি চীন ও তাইওয়ানের এখন বোঝাপড়া প্রয়োজন বলে মন্তব্য করেন।
news24bd.tv/আয়শা
পরবর্তী খবর
মন্তব্য