হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে সিগনাল-টেলিগ্রামে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে সিগনাল-টেলিগ্রামে নতুন ফিচার

অনলাইন ডেস্ক

প্রাইভেসি পলিসি নিয়ে নানা তথ্য প্রকাশ্যে আসায় মেসেজিং অ্যাপ হোয়াটস প্রতিযোগী হিসেবে জায়গা দখল করছে সিগন্যাল এবং টেলিগ্রাম।

হোয়াটসঅ্যাপকে পাল্লা দিতে তারা আনছে একের পর এক নতুন ফিচার।

তারই ধারাবাহিকতায় আরও এক নতুন ফিচার যোগ করল সিগন্যাল। এ বার থেকে থেকে হোয়াটসঅ্যাপের মতোই সিগন্যাল ব্যবহারকারীরা প্রত্যেকটি চ্যাটের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন।

এর আগে সিগন্যালের বেটা ভার্সনে এই ফিচার চালু হলেও এখন সব ধরনের ভার্সনেই এই সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারী।

সংস্থাটির টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ৫.৩ ভার্সন এবং আইফোন ইউজারদের জন্য সচল করা হয়েছে এই ফিচার।


ষাটোর্ধ্ব এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি!

আব্দুর রাজ্জাক গভীর থেকে ক্রিকেট বুঝতেন: মাশরাফি

অভিনেত্রী সানা খানের অতীতের ভিডিও ভাইরাল

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন স্টার্ক!


এই দৌড়ে টেলিগ্রামও পিছিয়ে নেই। সিগন্যাল এই ভার্সন নিয়ে আসার পর এক টুইটার ব্যবহারকারী যখন টুইটারে টেলিগ্রামকে সরাসরি প্রশ্ন করেন, তারা কবে এই রকম ‘কুল’ ওয়ালপেপার নিয়ে আসবে? পাল্টা টেলিগ্রামের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়, ২০১৯ থেকেই নাকি এই ফিচার তাদের অ্যাপে রয়েছে।

news24bd.tv / নকিব