শরীরে আঘাতের চিহ্ন নেই, তাই ধর্ষককে মুক্তি দিল আদালত

শরীরে আঘাতের চিহ্ন নেই, তাই ধর্ষককে মুক্তি দিল আদালত

অনলাইন ডেস্ক

ধর্ষণের শিকার কিশোরীর শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত ধর্ষককে বেকসুর খালাস দিলেন ভারতের মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা।

ভারতের ‘পকসো’ আইনে শিশুদের যৌন নির্যাতনের সংজ্ঞা নিয়ে ওই নারী বিচারপতির একটি পর্যবেক্ষণ ও রায় নিয়ে দিনকয়েক আগে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এরপরই সম্প্রতি সুরজ কাসারকার নামে এক ধর্ষককে খালাস দিয়ে আবারও আলোচনায় আসেন ওই নারী বিচারক।

আরও পড়ুন:


আমিরাতে ঢুকতে পারলো না আফ্রিদি

দেশের সব খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে: পরিকল্পনামন্ত্রী

কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নলছিটি পৌরসভায় বিএনপি ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


রায়ের আগে তিনি তার পর্যবেক্ষণে বলেন, এক জনের পক্ষে একই সময়ে তার নিজের জামাকাপড় খুলে, অন্য কারও জামাকাপড় খুলিয়ে তাকে ‘ধর্ষণ’ করা আদৌ সম্ভব নয়।

দুজনের সম্মতিতেই হয়েছে ওই শারীরিক মিলন।

এর আগে নিম্ন আদালত অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। যবতমালের বাসিন্দা ২৬ বছর বয়সী অভিযুক্ত সুরজ কাসারকার তার কারাদণ্ডের আদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চে।

news24bd.tv আহমেদ