খুলনায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

খুলনায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

Other

খুলনা নগরীর দৌলতপুর বণিকপাড়ায় স্কুল ছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  

আজ (শনিবার) বিকালে খুলনা-যশোর মহাসড়কের বিএল কলেজ গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয়। এতে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের ঘটনার মূল কারণ।

তারা ন্যায়বিচারের স্বার্থে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

আরও পড়ুন:


তৃতীয় দফায় ভাসানচরে গেল আরো ১৪’শ ৬৭ রোহিঙ্গা

হরিণাকুন্ডে এজেন্টকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৩

দিনাজপুর যাত্রীবাহী বাস চাপায় পরিবহন শ্রমিকের মৃত্যু

অটোপাস নিয়ে অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও


জানা যায়, গত ২২ জানুয়ারি দুপুরে বনিকপাড়া মৌচাক টাওয়ারের সামনে থেকে স্কুল ছাত্রী অঙ্কিতা নিখোঁজ হয়। সে পাবলা বনিকপাড়া এলাকার সুশান্ত দে-এর মেয়ে। এ ঘটনার ছয়দিন পর ২৮ জানুয়ারি বাড়ি থেকে কয়েকশ’ গজ দূরে বীণাপানি চারতলা ভবনের নীচতলার বাথরুম থেকে পুলিশ বস্তাবন্দি অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার করে।

পুলিশ এর মধ্যে পাবলা বনিকপাড়ার যে বাড়ি থেকে মেয়েটির লাশ উদ্ধার হয়েছে সেই বীণাপানি ভবনের মালিকের ছেলে, ভাড়াটিয়াসহ ছয়জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

news24bd.tv আহমেদ