যশোরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

যশোরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Other

যশোরের মণিরামপুরে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।

এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন


চাচী-ভাতিজার পরকীয়া প্রেম; জানাজানির ভয়ে দু'জনেরই আত্মহত্যা

দেশের সব খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে: পরিকল্পনামন্ত্রী

কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নলছিটি পৌরসভায় বিএনপি ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ১২ টি ও বুথ ৬৯ টি।

মোট ভোটার ২১ হাজার ৯৬৫ জন। এর মধ্যে মহিলা ভোটার ১১ হাজার ১২৯ জন, পুরুষ ভোটার ১০ হাজার ৮৩৬ জন।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, তার কেন্দ্রে মোট ভোটার ছিল ১ হাজার ১৯৯ জন। মোট ভোটের ৮৫শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং তারা ভোট গণনা শুরু করেছেন।

news24bd.tv / কামরুল