মাদারীপুরে ৩৭টি কচ্ছপ উদ্ধার, বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

মাদারীপুরে ৩৭টি কচ্ছপ উদ্ধার, বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

Other

খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে কচ্ছপ ও কচ্ছপের খোলস-সহ এক বিক্রেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকা থেকে কচ্ছপ ও কচ্ছপের খোলস-সহ ভবতোষ সরকার (৪০) নামে এক বিক্রেতাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ভবতোষ সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন:


পূজা হেগড়ের ২০ মিনিটের মূল্য ১ কোটি রুপি

খুলনায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

তৃতীয় দফায় ভাসানচরে গেল আরো ১৪’শ ৬৭ রোহিঙ্গা

হরিণাকুন্ডে এজেন্টকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ৩


বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এর জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান, গোপন সুত্রে খবর পেয়ে রাজৈর উপজেলার কমদবাড়ী বাজারে ক্রেতা সেজে অভিযান চালাই এবং হাতেনাতে ৩৭টি জীবন্ত কচ্ছপ ও ৮৭টি কচ্ছপের খোলস-সহ ভবতোষ  সরকারকে আটক করা হয়।

পরে উদ্ধারকৃত কচ্ছপসহ ভ্রাম্যমান আদালতে হাজির করি। উদ্ধারকৃত কচ্ছপগুলি উপজেলা নির্বাহী অফিসারের পুকুর, উপজেলা পরিষদের পুকুর ও থানার পুকুরে অবমুক্ত করে দেয়।

news24bd.tv আহমেদ