নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের লিটন ও বাক্কার নির্বাচিত

নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের লিটন ও বাক্কার নির্বাচিত

Other

তৃতীয় ধাপে অনুষ্ঠিত শেরপুরের শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন ও নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাক্কার।

আজ (৩০ জানুয়ারি) শনিবার রাতে ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।  

জানা যায়, নকলা পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১২ হাজার ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান লিটন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ১৫০ ভোট।

আর বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক রিপন পেয়েছেন পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট।  

আরও পড়ুন


আমিরাতে ঢুকতে পারলো না আফ্রিদি

দেশের সব খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে: পরিকল্পনামন্ত্রী

কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নলছিটি পৌরসভায় বিএনপি ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


অন্যদিকে নালিতাবাড়ী পৌরসভায় ১২ হাজার ৯৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক (নৌকা)। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত আনোয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট।

উল্লেখ্য, নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন।

তার মধ্যে পুরুষ ১৩ হাজার ৮ জন, নারী ১৪ হাজার ১৫১ জন। আর নালিতাবাড়ী পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ১৩৩ জন। তার মধ্যে পুরুষ ১০ হাজার ৬৩১ জন আর নারী ১১ হাজার ৫০২ জন।  

news24bd.tv / কামরুল