ধুনটে নৌকাকে হারিয়ে আবারো বিজয়ী হলেন বাদশা

ধুনটে নৌকাকে হারিয়ে আবারো বিজয়ী হলেন বাদশা

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ জি এম বাদশাহ বিজয়ী হয়েছেন।

তিনি জগ প্রতীক নিয়ে তিন হাজার ৯০২ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯৩২ ভোট।

এছাড়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২২৩ ভোট।

আজ নির্বাচনটি অনুষ্ঠিত হয়।  

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


নিজ হাসপাতালে ভালোবাসায় সিক্ত হলেন প্রথম করোনা টিকা নেওয়া রুনু

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যায় আদালতে জবানবন্দি

অটোপাসে জিপিএ-৫ পেল এক লক্ষ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী


তিনি বলেন,  শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে এ জি এম বাদশাহ মেয়র নির্বাচিত হয়েছেন।

ধুনট পৌর এলাকায় মোট ভোটার ১১ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৬৩৭ জন ও নারী ভোটার ছয় হাজার ৭৬ জন।  

news24bd.tv নাজিম