নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
বিএনপিসহ ২ প্রার্থীর ভোটবর্জন
নলছিটিতে আ’লীগের ওয়াহেদ খান জয়ী
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির পৌরসভা নলছিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ কবির খান বিপুল ভোটে জয়ী হয়েছেন।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিএনপিসহ ২ প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে শনিবার শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪০জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বি করেন। ভোট শুরু হওয়ার পরই শহরের শংকরপাশা কেন্দ্র থেকে ছুড়িসহ আব্দুর রহমানসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, শনিবার ভোর থেকেই তীব্রশীত ও ঘন কুয়াশায়ার মধ্যেও সকাল ৮টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করার আগেই নারী ভোটাররা কেন্দ্র লাইন দিতে শুরু করে। সকাল ১০টার দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিল। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের সরব উপস্থিতি থাকলেও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী মজিবর রহমান বাসা থেকেই বের হননি।
স্বতন্ত্র সাবেক মেয়র মোবাইল প্রতীকের প্রার্থী মাসুদ খান ভোটটি দিতে পারেননি বলে অভিযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজালাল হোসেন নিজ সেন্টারে ভেট দিলেও তাকে অন্য কোন সেন্টারে দেখা যায়নি।
দুপুর ১২টা বাজলে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, নৌকায় জোর করে প্রকাশ্যে সিল মারার অভিযোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মজিবর রহমান সাংবাদিকদের ফোন করে নির্বাচন বর্জনের ঘোষণা করেন। সাড়ে ১১টায় স্বতন্ত্র মোবাইল প্রতীকের প্রার্থী মাসুদ খান ভিডিও বার্তা পাঠিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুন্সি জানান, মেয়র পদে ২ প্রার্থীর ভোট বর্জনের ঘটনা সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। কিন্তু কারো পক্ষ থেকে কোন লিখিত পাইনি। নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল ওয়াহেদ খান জানান, শান্তি পুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। পুরুষ-মহিলা সব ভোটারদেরই সরব উপস্থিতি ছিল। মহিলাদের উপস্থিতি ছিল দেখারমতো।
আরও পড়ুন
হরিনাকুন্ডুতে নৌকার প্রার্থী ও কোটচাঁদপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
কারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারবেন না জানালেন পলক
নোয়াখালীর চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জয়ী
নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের লিটন ও বাক্কার নির্বাচিত
সন্ধ্যা ৮ টায় জেলা রিটার্নিং অফিসার ওয়াহেদুজ্জামান মুন্সি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল ওয়াহেদ খান ১৪,৫৬৪ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী ঘোষণা করা হয়।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৩৭৫ ভোট, স্বতন্ত্র মোবাইল প্রতিকের প্রার্থী মাসুদ খান পেয়েছেন ৩২৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী শাহজালাল হোসেন পেয়েছেন ৯২৪ ভোট।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে খাদিজা পারভীন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে দিলরুবা আক্তার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নুরুন্নাহার রুবিনা নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে পলাশ তালুকদার, ২নং ওয়ার্ডে নুরে আলম, ৩নং ওয়ার্ডে রেজাউল চৌধুরী, ৪নং ওয়ার্ডে তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ৫নং ওয়ার্ডে মামুন মাহমুদ, ৬নং ওয়ার্ডে ফিরোজ আলম খান, ৭নং ওয়ার্ডে শহিদুল ইসলাম টিটু, ৮নং ওয়ার্ডে আল মামুন লাভলু ও ৯নং ওয়ার্ডে মানিক হোসেন।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য