সাতক্ষীরা কলারোয়া পৌরসভায় নৌকার জয়

সাতক্ষীরা কলারোয়া পৌরসভায় নৌকার জয়

Other

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল জয়ী হয়েছেন। ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। ভোটগণনা শেষে শনিবার (৩০ জানুয়ারি) উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনোরজ্ঞন বিশ্বাস এ ফল ঘোষণা করেন।

বিজয়ী আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী জগ প্রতিক নিয়ে পেয়েছেন ১৬২৮ ভোট।

এছাড়া ধানের শীষ প্রতিক নিয়ে শেখ শরিফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট।

এদিকে, শনিবার সকাল ১০টার দিকে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নারগিস সুলতানা বেলা ১২ টার দিকে একই অভিযোগে ভোটবর্জন করেন। এতদিনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল পৌরসভাটি।

আরও পড়ুন


হরিনাকুন্ডুতে নৌকার প্রার্থী ও কোটচাঁদপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

কারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারবেন না জানালেন পলক

নোয়াখালীর চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জয়ী

নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের লিটন ও বাক্কার নির্বাচিত


পৌরসভার সংরক্ষিত নারী ১ নং আসনে (১,২,৩ নং ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মিসেস ফারহানা হোসেন (টেলিফোন), ২ নং আসনে (৪,৫,৬ নং ওয়ার্ড) সন্ধ্যা রানী বর্মন (জবা ফুল) ও ৩ নং আসনে (৭,৮,৯ নং ওয়ার্ড) দিথী খাতুন (আংটি)।

সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন ১ নং ওয়ার্ডে জিএম শফিউল আলম (ডালিম), ২নং ওয়ার্ডে মো.আসাদুজ্জামান তুহিন (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে মো.রফিকুল ইসলাম (উটপাখি), ৪নং ওয়ার্ডে মো.মেজবাহ উদ্দীন (টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে শেখ জামিল হোসেন (উটপাখি), ৬ নং ওয়ার্ডে আলফাজউদ্দীন (উটপাখি), ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন (ডালিম), ৮নং ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল), ৯নং ওয়ার্ডে মো.আকিমুদ্দীন দফাদার (ডালিম)।

news24bd.tv / কামরুল