এসিসিতে পাপনের স্থলাভিষিক্ত হলেন অমিত শাহ’র ছেলে জয়

(বাঁ-দিক থেকে) নাজমুল হাসান পাপন, জয় শাহ

এসিসিতে পাপনের স্থলাভিষিক্ত হলেন অমিত শাহ’র ছেলে জয়

অনলাইন ডেস্ক

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ’র ছেলে।

আজ সর্বসম্মতিক্রমে এসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো মাত্র ৩২ বছর বয়সী বিসিসিআইয়ের এই কর্মকর্তাকে। বাংলাদেশের নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

ভারতীয় বোর্ডের অর্থ সচিব অরুণ ধুমাল সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে জানিয়েছেন ভারতীয় বোর্ড এবং এশিয়ার বাকি ক্রিকেট বোর্ড নতুন সভাপতির নেতৃত্বে এগিয়ে যাবে এমনটাই আশা করছেন সকলে।  


জিপিএ-৫ পেলেন রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি রিশান

নিজ হাসপাতালে ভালোবাসায় সিক্ত হলেন প্রথম করোনা টিকা নেওয়া রুনু

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যায় আদালতে জবানবন্দি


নিজের বুদ্ধি, পরিশ্রম এবং জ্ঞান কাজে লাগিয়ে এশিয়ান ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেবেন জয় শাহ। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ আয়োজন করে থাকে।  

news24bd.tv নাজিম