নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
মানবিকতার ফেরি করা দেশগুলো মানবিক কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে
শওগাত আলী সাগর
পৃথিবীর কোনো দেশেই সরকার বা সরকারি কোনো প্রতিষ্ঠান টিকা উৎপাদন করছে না। টিকা উৎপাদন করছে বিভিন্ন কোম্পানি। সরকারের দায়িত্ব সেই টিকা নিজ দেশে ব্যবহারের অনুমতি দেয়া বা না দেয়া।
কোনো কোম্পানি কোন দেশে টিকা পাঠাবে, কোন দেশে পাঠাতে পারবে না- সেটি সরকারের দায়িত্বে মধ্যে পড়ে না। সরকার যখন কোম্পানির বিতরণ ব্যবস্থায় হাত দেয় সেটি, তখন ব্যবসা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে যায়। প্রোটেকশনিজম এখন আর কোনো দেশেরই ব্যবসার নীতি না।
টিকা কার্যকর হবে কীনা – সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার আগেই বিভিন্ন দেশ মোটা অংকের আগাম বিনিয়োগ করে নিজ নিজ প্রয়োজনমতো টিকার ক্রয়াদেশ দিয়েছে। টিকা কার্যকর না হলে এই বিনিয়োগ ফেরত পাওয়া যাবে না- এমন কঠিন শর্তেই তারা টিকার জন্য বিনিয়োগ করেছে।
ফলে টিকা উৎপাদনের পর সেই দেশগুলো তাদের ক্রয়াদেশ দেয়া টিকা পাওয়ার অধিকার রাখে। ইইউ, ভারত, চীন বা আমেরিকার জো বাইডেন যখন নিজ নিজ দেশের কোম্পানিকে তাদের ক্রেতাদের পণ্য সরবরাহের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, সেটি তখন ব্যবসা নিয়ন্ত্রণ হয়ে দাড়ায়। এই নিয়ন্ত্রণটা সম্পূর্ণ অনৈতিক।
চীনের একটি টিকা ট্রায়াল এবং নিজ দেশে উৎপাদনের চুক্তি করেছিলো কানাডা। কিন্তু শেষ মুহুর্তে চীনের ‘শুল্ক বিভাগ’ সেই টিকার রপ্তাণি আটকে দেয়। সেটি নিয়ে বাইরে কোথাও তেমন কথা হয়নি। নিজ দেশের প্রয়োজনমত টিকা না পাওয়ার আগে সেরামে উৎপাদিত টিকা বিদেশে রপ্তানি করা যাবে না- ভারত সরকারের এমন একটি শর্ত নিয়ে অবশ্য তুমুল সমালোচনা হয়েছে।
জিপিএ-৫ পেলেন রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি রিশান
নিজ হাসপাতালে ভালোবাসায় সিক্ত হলেন প্রথম করোনা টিকা নেওয়া রুনু
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা
ইইউ’র টিকা রপ্তানি নিয়ন্ত্রণের চেষ্টায় প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। আমেরিকা নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিবেশি কানাডায় ফাইজারের টিকা পাঠানোয় বাধা দিচ্ছেন।
প্রতিটি কাজই ফেয়ার বিজনেস নীতিমালায়ই অনৈতিক কাজ। বিশ্বব্যাপী মানবিকতার ফেরি করা দেশ বা সরকারগুলো এখন মহামারী থেকে মানুষ বাঁচানোর মতো মানবিক কাজের বিরুদ্ধে অনৈতিকভাবে দাঁড়িয়ে যাচ্ছেন।
শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুন দেশ, কানাডা
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য