চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

Other

চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হবে আগামী ২ এপ্রিল। ২৪তম নির্বাচনে অংশ নিচ্ছে চারটি প্যানেল। গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও, করোনার কারণে হয়নি নতুন কমিটির নির্বাচন। সম্প্রতি ঘোষণা আসায় সরগরম হয়ে উঠেছে নিরব বিএফডিসি।

পরিচালকদের নানামুখি সুযোগ- সুবিধা দিতে কিংবা পরিচালকদের উন্নয়নেই কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৯৮১-৮২ সালে গঠিত বাংলাদেশ পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নির্মাতা আলমগীর কুমকুম। মহাসচিব আমজাদ হোসেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন নির্মাতারা নির্বাচিত হয়েছেন এই সংগঠনে।

২০১৯ সালের ২৫ জানুয়ারি ২৩তম নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল। তবে এবার আর অংশ নিতে পারছেন না এ দুই চলচ্চিত্র নির্মাতা।

আরও পড়ুন:


উচ্ছেদের দেড় বছরেই আবারো দখল হচ্ছে তুরাগ

মুণ্ডুমালা পৌরসভায় মেয়র পদে নৈশপ্রহরীর জয়

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি দুই ভাইকে গুলি, নিহত ১

আবাসিক হোস্টেল থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও, করোনার কারণে হয়নি নতুন কমিটির নির্বাচন। সম্প্রতি সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের নির্বাচন। এবারের নির্বাচনে ৪টি প্যানেলের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য প্যানেল গুলো সোহানুর রহমান সোহান- শাহীন সুমন, শাহ আলম কিরণ- সাফি উদ্দিন শাফি, কাজী হায়াৎ- এস এ হক অলিক, আবুল খায়ের বুলবুল- জাকির হোসেন রাজু প্যানেল।

শুধূমাত্র সংগঠনে নেতৃত্ব দেওয়াই নয় পাশাপাশি সিনেমা নির্মাণেও যুক্ত থাকার কথা জানান প্রার্থীরা। নির্বাচনের ৪৫ দিন আগে থেকে শুরু হবে নির্বাচন কমিশনের কার্যক্রম। প্রতিবারের মতো এবারো এফডিসিতেই হবে ভোট।

news24bd.tv আহমেদ