সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

অনলাইন ডেস্ক

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট (ব্লক-২) নিয়ে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পেছালো। আগামী ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ দিন ধার্য করেন। আজ রোববার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

কিন্তু পিবিআই তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

আরও পড়ুন:


হেফাজতের আমির বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাপুলের এমপি পদ: দ্রুত রুল শুনানীর আবেদন গ্রহণ করেননি আদালত

নোরা ফাতেহির গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)

দায়েশের হামলা প্রতিহত করল ইরাক


মামলার অন্য আসামিরা হলেন - ঢাকা দক্ষিণ সিটির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরকার, উপ-সহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদ।

মামলার অভিযোগে বলা হয়, ডিএসসিসির তৎকালীন মেয়র সাঈদ খোকনসহ অন্য আসামিরা দোকান বরাদ্দের কথা বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে মোট ৩৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৫৭৫ টাকা বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে গ্রহণ করেন। বাদী এ লেনদেনে বাধা দেওয়ায় আসামিরা তার প্রাণনাশের চেষ্টা করেন।

আসামিরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন কিন্তু কোনো দলিলাদি দেননি।

news24bd.tv আহমেদ