৭ই মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
বয়কট নিয়ে যা বললেন জায়েদ খান
অনলাইন ডেস্ক
২০০৮ সালে ঢাকাই সিনেমার বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক জায়েদ খানের। সেই থেকে এই পর্যন্ত অভিনয় করেছেন ১৭টি সিনেমায়। জায়েদ খান বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রযোজক সমিতির সঙ্গে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দল নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন জায়েদ খান।
জায়েদ খান ইন্ডাস্ট্রি থেকে বিচ্ছিন্ন কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, আমি নিয়মতি এফডিসিতে যাচ্ছি, আমি তো বিচ্ছিন্ন না। এখন একটু কম যাচ্ছি, কয়েক দিন আগে বাবা মারা গেলেন। তাই মনটাও খুব ভালো নেই।
শিশুকে ধর্ষণের পর জুতার ফিতা দিয়ে শ্বাসরোধে হত্যা
বিদেশিদের জন্য সুযোগ, নাগরিকত্ব দেবে আমিরাত
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে আজ
পর্দা করে মিডিয়াতে কাজ করা সম্ভব না : সুজানা
এফডিসিতে তাকে বয়কটের বিষয়ে বলেন, বয়কট শব্দটি কোথায় থেকে আসে। কেউ কাউকে বয়কট করতে পারে না। তা ছাড়া আমি তো ১৮ সংগঠন দেখতেই পাই না। কিছু আছে আমার সহযোগী সংগঠন। আর মূল যে প্রযোজক সমিতি, সেটা কী আদৌ আছে!
যারা চলচ্চিত্রের বিরুদ্ধে কাজ করবে তাদের সঙ্গে তো মতবিরোধ থাকবেই। এটা ব্যক্তি জায়েদ খানের দ্বন্দ্ব না, শিল্পীদের প্রতিনিধির দ্বন্দ্ব। আমি যখনই শিল্পীদের স্বার্থ রক্ষা করতে গেছি তখনই এই দ্বন্দ্ব শুরু হয়েছে বলে যোগ করেন জায়েদ খান।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য