প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, ৫৭ বছর ধরে কবিতা লিখছেন অলোকা ভৌমিক
নাসিম উদ্দীন নাসিম, নাটোর
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দীর্ঘ প্রায় ৫৭ বছর ধরে কবিতা ও গল্প গ্রন্থ রচনা করে চলেছেন নাটোরের বড়াইগ্রামের অলোকা ভৌমিক। স্থানীয় লেখক, কবি ও ছড়াকাররা তাঁকে চারণ কবি বলে আখ্যায়িত করেছেন। ৭৩ বছর বয়সী নিঃসন্তান বৃদ্ধা আলোকা ভৌমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দীর্ঘ প্রায় ৫৭ বছর ধরে কবিতা ও গল্প গ্রন্থ রচনা করে চলেছেন। স্থানীয় লোকজন তাঁকে বলে থাকেন চারণ কবি।
স্বামীকে হারিয়েছেন সেই কবে। ছেলে মেয়েও নেই। নিজের স্বামীর ভিটাতেও একপ্রকার পরবাসী হয়ে, আধপেটা খেয়েও তা থেকে সঞ্চিত অর্থে কাগজ-কলম কিনে লিখছেন একের পর এক কবিতা ও প্রবন্ধ। বয়স্ক ভাতা ও স্বজনদের পাঠানো অর্থ থেকে যৎসামান্য খাবারের খরচের অর্ধেকটা বাঁচিয়ে প্রতি বছর প্রকাশ করেন বই।
বেসরকারী নানা প্রতিষ্ঠানের থেকে পুরস্কৃত হয়েছেন বটে, কিন্তু এখনও মেলেনি কোনও সরকারী পুরস্কার। জীবনের সায়াহ্নে এসে এখন এটাই তাঁর একমাত্র আকাঙ্খা।
আরও পড়ুন:
সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো
হেফাজতের আমির বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি
পাপুলের এমপি পদ: দ্রুত রুল শুনানীর আবেদন গ্রহণ করেননি আদালত
নোরা ফাতেহির গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
১৯৪৭ সালের ১০ জানুয়ারী নাটোর জেলার শ্রীরামপুর গ্রামে বাবা জোতিষ চন্দ্র সরকার ও মাতা চমৎকারিনী সরকারের সংসারে জন্ম গ্রহণ করেন অলোকা। তৎকালীন সময়ে মেয়েদের লেখাপড়ার পরিবেশ ও সুযোগ না থাকায় বেশী লেখা পড়ার সুযোগ না থাকায় স্কুলের গন্ডিটুকুও পেরোতে পারেননি।
কিন্তু তাঁর কথাতেই জানা যায়, লেখালেখির প্রতি প্রবল আগ্রহ থেকে অলোকা ভৌমিক তার জীবনের অনুভ‚তিগুলোকে লেখায় ফুটিয়ে তুলছেন ৫৭ বছর ধরে। কৈশোর থেকেই কাব্য চর্চার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল তাঁর। এখন সব হারালেও কাব্যকে অঁকড়ে ধরে লড়াই করে চলেছেন। পেটের ক্ষুধা জিইয়ে রেখে মনের ক্ষুধা মিটিয়ে চলেছেন কবিতা, গল্প ও প্রবন্ধের প্রতিটি শব্দে। চারণ কবি অলোকা ভৌমিক। তিয়াত্তর বছর বয়সেও লিখে চলেছেন একের পর এক বই। নাটোরের বড়াইগ্রামের তিরাইল গ্রামে নিঃসন্তান বিধবা অলোকার প্রাতিষ্ঠানিক তেমন কোনো শিক্ষা নেই। এরপরও দীর্ঘ ৫৭ বছর ধরে তিনি অনেক কবিতা ও গল্প লিখে চলেছেন। সংসারের খরচের টাকা জমিয়ে বই প্রকাশ করলেও তিনি তা সবাইকে বিনামূল্যে বিতরণ করে দেন।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য