নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
প্রেমিকার জরিমানা পরিশোধ স্ত্রী কার্ড দিয়ে, এরপর
অনলাইন ডেস্ক
দুবাইয়ে প্রেমিকা ট্রাফিক আইন ভাঙায় স্ত্রীর ক্রেডিট কার্ড দিয়ে জরিমানা পরিশোধ করেন এক যুবক। কিন্তু ওই ব্যক্তির স্ত্রী এরপর তার কার্ড চুরি বা হ্যাক হয়েছে মনে করে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই জানা যায় আসল ঘটনা।
জানা যায়, ব্যাংক থেকে একটি বার্তা পান ওই ব্যক্তির স্ত্রী।যেখানে তিনি দেখেন তার এ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেয়া হচ্ছে। কোনও খরচ না করেই টাকা কেটে নেওয়ায় এই বার্তা দেখে অবাক হয়ে যান তিনি। কার্ডটি চুরি হয়েছে কিংবা হ্যাকারদের কবলে পড়েছে মনে করে তিনি ব্যাংকে ফোন করে কার্ডটি ব্লক করান। পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় কমলাপুর স্টেশন ভাঙার অনুমোদন দিল
পাপুলের এমপিকান্ডে জড়িতদের বিচার চাই
যে আমল করলে বিশ্বনবী হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন
নোরা ফাতেহির গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
দুবাই পুলিশের সাইবার-ক্রাইম বিভাগের উপপরিচালক ক্যাপ্টেন আবদুল্লাহ আল শেহি জানান, এক নারীর কাছ থেকে অভিযোগ পেয়েছিলাম যে, ট্রাফিক জরিমানা দেওয়ার জন্য তার ক্রেডিট কার্ড ব্যবহার করেছিল।
তিনি জানান, এটি একটি আশ্চর্যের ঘটনা ছিল কারণ, স্ত্রী জানেন না তার স্বামীর প্রেমিকার ট্রাফিক জরিমানা দেওয়ার জন্য তার ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন।
আবদুল্লাহ আল শেহি জানান, আমরা তদন্তে নেমে জানতে পারি, ওই ক্রেডিট কার্ডটি ব্যবহার করে ট্রাফিক জরিমানা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দেখা যায়, ওই ব্যক্তির বান্ধবী ট্রাফিক আইন ভাঙার পর, জরিমানা দিতে ওই ক্রেডিট কার্ডটি ব্যবহার করা হয়েছে। এরপর প্রত্যেককেই জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় তিনি জানতেনই না ওই ব্যক্তি বিবাহিত।
অন্যদিকে অভিযোগকারী নারীও জানতেন না তার স্বামীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তার ক্রেডিট কার্ড তার স্বামীই ব্যবহার করছেন।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য