মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
এসিসির সভাপতি পদে পাপনের স্থলাভিষিক্ত জয় শাহ
অনলাইন ডেস্ক
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। এতদিন এসিসি'র দায়িত্ব পালন করা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হওয়ায় শনিবারই (৩০ জানুয়ারি) জয় শাহকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী দুই বছরের জন্য এসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন জয় শাহ। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক।
শিশুকে ধর্ষণের পর জুতার ফিতা দিয়ে শ্বাসরোধে হত্যা
বিদেশিদের জন্য সুযোগ, নাগরিকত্ব দেবে আমিরাত
পর্দা করে মিডিয়াতে কাজ করা সম্ভব না : সুজানা
মেসির পেছনে বার্সার ব্যয় ৫ হাজার ৭০২ কোটি টাকা!
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, মনোনীত হওয়ার পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সম্মানিত বোধ করছি। আমাকে মর্যাদাপূর্ণ এই পদের জন্য যোগ্য ও মনোনীত করায় বোর্ডের সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বর্তমানে বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা জয় শাহ বলেন, আমার লক্ষ্য থাকবে এশিয়ান ক্রিকেটকে আরও সংগঠিত, ক্রিকেটের উন্নয়ন ও তা সব জায়গায় ছড়িয়ে দেওয়া। ক্রিকেটের শক্তিশালী কিছু দলের মধ্যে এসিসি একটি সুস্থ প্রতিযোগিতা ধরে রেখেছে এবং সেটা নিয়ে এগিয়ে যাবে। আমাদের অবশ্যই দৃঢ় প্রত্যয়ী হতে হবে এশিয়ার ক্রিকেটের সর্বোপরি উন্নয়নের জন্য। এই মহামারী অনেক চ্যালেঞ্জ এনে দিয়েছে। তবে ইতিহাস বলছে চ্যালেঞ্জের মুখেই নতুন দরজা উন্মোচিত হয়। আমাদের এর সাথে মানিয়ে নিয়ে নতুন উদ্যোমে এগিয়ে যেতে হবে।
এসিসির সবচেয়ে কম বয়সী সভাপতি হলেন জয় শাহ। মাত্র ৩২ বছর বয়সী তিনি এশিয়ান ক্রিকেট নিয়ন্ত্রকের সভাপতির চেয়ারে বসতে যাচ্ছেন।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য