নয়া দিল্লিতে বিস্ফোরণের পর বিশ্বের সব দূতাবাসেই হামলার আশঙ্কা করছে ইসরাইল

নয়া দিল্লিতে বিস্ফোরণের পর বিশ্বের সব দূতাবাসেই হামলার আশঙ্কা করছে ইসরাইল

অনলাইন ডেস্ক

হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজের দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করেছে দখলদার ইসরাইল।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইল আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে হামলা হতে পারে। নয়া দিল্লিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর থেকেই এ আশঙ্কা বেড়েছে।

আরও পড়ুন: নিজের মেয়ে ইভাঙ্কার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক?

ট্রাম্পের বিরুদ্ধে আবারো যৌন হয়রানির অভিযোগ

ভারতের এনডিটিভি খবর দিয়েছে, শুক্রবার নয়া দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ইসরাইলি রাষ্ট্রদূতের উদ্দেশে পাঠানো একটি বার্তাও তারা পেয়েছেন।

নয়া দিল্লিতে দূতাবাসের কাছে ঐ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারত সরকার এ বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে।  

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

দিল্লির শান্তি নষ্ট করার যেকোনো প্রয়াস কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তিনি জানিয়েছেন।

news24bd.tv তৌহিদ