বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
সৃজিতের ‘মুসকানে’ বাধন
অনলাইন ডেস্ক
প্রথমবার কলকাতায় সৃজিত মুখার্জির পরিচালনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
‘মুসকান’ নামের ওয়েব সিরিজটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বাঁধনকে।
সৃজিতের ওয়েব সিরিজে মিথিলাকে না নিয়ে বাধনের অভিনয়ের খবর বের হওয়ার পর থেকেই, এ নিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা করছে। এ বিষয়ে মুখ খুলেছেন বাধন, এ ধরনের আলোচনা কিংবা প্রশ্নের কোনো জবাব দিতে চান না জানিয়ে এই অভিনেত্রী বলেন,আমি মনে করি এ ধরনের আলোচনা-সমালোচনা বন্ধ করা উচিত। আমি এ সিরিজটির একজন অভিনেত্রী মাত্র। আমাকে যে চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছিল, সেই চরিত্রটি ফুটিয়ে তোলার যথাসাধ্য চেষ্টা করেছি। এর বাইরে আর কিছু জানি নয় বা জানার চেষ্টাও করিনি।
মিমির সাথে মিলির প্রেমের গুঞ্জন!
বিদেশিদের জন্য সুযোগ, নাগরিকত্ব দেবে আমিরাত
পর্দা করে মিডিয়াতে কাজ করা সম্ভব না : সুজানা
মেসির পেছনে বার্সার ব্যয় ৫ হাজার ৭০২ কোটি টাকা!
সৃজিতের সঙ্গে কাজের বিষয়ে বাধন বলেন, এমন একটা গুরুত্বপুর্ণ চরিত্রে আমাকে অভিনয়ের দিয়েছেন সৃজিত, এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। একটি চমৎকার টিম ওয়ার্কের মধ্য দিয়ে কাজটি সম্পন্ন হয়েছে। নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে টেকনিক্যাল টিমের সবাই আন্তরিকতা দিয়েই কাজ করেছেন। আমি এর প্রচারের অপেক্ষায় আছি। কলকাতা, সিকিমসহ ভারতের মনোরম কয়েকটি লোকেশনে সিরিজটির শুটিং হয়েছে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য