মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
জেমসের তোলা জয়ার ছবি নিয়ে তোলপাড়
অনলাইন ডেস্ক
অভিনেত্রী জয়া আহসান। সমান তালে কাজ করে যাচ্ছেন দুই বাংলাতে। তার দীর্ঘ ক্যারিয়ারে অনেকের ক্যামেরাতে বিভিন্নভাবে ধরা দিয়েছেন তিনি। এবার ধরা দিলেন ‘নগর বাউল’ জেমসের ক্যামেরায়। শনিবার জেমসের তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া। একটি ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী ও ‘আলোকচিত্রী’ জেমস।
ছবিতে গোলাপি, সাদা ও হলুদ কালারের ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন জয়া। চোখে মুখে মায়ার ছাপ। ছবিটি প্রকাশের পর তাতে অসংখ্য মন্তব্য আসে।
এই ছবিটির গল্প জানাতে কলকাতা থেকে জয়া আহসান গণমাধ্যমে বলেন, ‘আমি জানতাম জেমস ভাই ভালো ছবি তোলেন। অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। অবশেষে ব্যাটে–বলে মিললো। উনার স্টুডিওতেই তোলা। মেকআপ করেছে ভুবন নামের একটা ছেলে। সবাই যে ছবির এতো প্রশংসা করছে, তা একান্তই জেমস ভাইয়ের হাতের জাদু। সবাই যা দেখেন না, উনি তা দেখেন। উনি দারুণ ছবি তোলেন।’
তবে ছবিটি কবে, কখন, কোথায় তোলা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটা জানা যায়নি। মন্তব্য করেননি জেমস-জয়া কেউই।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর কার্যালয় কমলাপুর স্টেশন ভাঙার অনুমোদন দিল
পাপুলের এমপিকান্ডে জড়িতদের বিচার চাই
যে আমল করলে বিশ্বনবী হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন
নোরা ফাতেহির গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
এর আগে বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেমস প্রকাশ করেন নিজের ফ্রেমে ধরা জয়া আহসানের একটি ছবি। ছবিটি প্রকাশের সঙ্গে জেমস একটি ক্যাপশন লিখেছেন- ‘রুপালি পর্দার মাস্টার জয়া আহসান’। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তারচেয়ে অধিক সফল আর তো কেউ নন।
নগর বাউল জেমস আগেও অনেক কাব্যিক, বোল্ড এবং মুগ্ধতা ছড়ানো ছবি ধারণ করেছেন ক্যামেরায়, যা প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে এই মাপের তারকার ছবি তোলা ও প্রকাশ করার ঘটনা এবারই প্রথম। আর সেটি ভাইরালও হলো সেই অনুপাতেই।
জয়া এখন রয়েছেন কলকাতাতে। ১ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে অংশ নেবেন পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ছবিতে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য