মশা নিধনে সোমবার থেকে ক্রাশ প্রোগাম শুরু: মেয়র আতিক
হাতীবান্ধায় ছেলের সামনে বাসচাপায় মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের হাতীবান্ধায় বাসের চাপায় আয়েশা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার শস্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আয়শা বেগম উপজেলান গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, বিকেলে আয়েশা খাতুন হাতীবান্ধায় তার মৃত স্বামীর পেনশনের টাকা তুলে ছেলেসহ ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিংগীমারী শস্য গুদাম এলাকায় পাটগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস, ইজি বাইকটিকে ধাক্কা দিলে তারা দুইজন রাস্তায় ছিটকে পড়ে যান। এসময় বাসটি আয়েশা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দল থেকে বাদ পড়ে যা বললেন হাফিজ
প্রধানমন্ত্রীর কার্যালয় কমলাপুর স্টেশন ভাঙার অনুমোদন দিল
পাপুলের এমপিকান্ডে জড়িতদের বিচার চাই
যে আমল করলে বিশ্বনবী হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য