দিনাজপুরে এক‌দি‌নে ৪ ডিগ্রীর উপ‌রে ক‌মে‌ছে তাপমাত্রা
শৈত্যপ্রবা‌হে জনজীবন বিপর্যস্ত

দিনাজপুরে এক‌দি‌নে ৪ ডিগ্রীর উপ‌রে ক‌মে‌ছে তাপমাত্রা

Other

দিনাজপুরে এক‌দি‌নের ব্যবধা‌নে তাপমাত্রা ক‌মে‌ছে ৪ ডিগ্রী সেল‌সিয়া‌সের উপ‌রে। রোববার জেলার সর্ব‌নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশ‌মিক ৩ ডিগ্রী সেলসিয়াস। তার এক‌দিন আ‌গে অর্থাৎ শ‌নিবার সর্ব‌নিম্ন তাপমাত্রা ছিল ১১ দশ‌মিক ৫ ডিগ্রী সেল‌সিয়াস। দিনাজপুর আঞ্চ‌লিক আবহাওয়া অ‌ফিস জা‌নি‌য়ে‌ছে উত্তরাঞ্চলসহ দে‌শের বেশ কিছু জেলার উপর দিয়ে মৃদু থে‌কে মাঝারী ধর‌নের শৈত্যপ্রবাহ ব‌য়ে যা‌চ্ছে।

যা আ‌রো দুই এক‌দিন অব্যাহত থাক‌বে।

এ‌দি‌কে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। এই অঞ্চল‌ে গত কয়দিন ধর‌ে প্রায় পুরা‌ে দিনই দ‌েখা মিলছ‌েনা সূর্য্য‌ের। দিনের শ‌েষ ভাগ‌ে কিছুটা রা‌েদ‌ের দেখা মিললেও তা‌তেও কম‌ছেনা শীত।

ঠান্ডায় জনজীবন‌ে ন‌েম‌ে এস‌েছ‌ে জনদূর্ভা‌েগ। সড়ক ও মহাসড়ক‌ে দিন‌ের ব‌েলাত‌েও যানবাহন চলাচল করছ‌ে হ‌েড লাইট জ্বালিয়‌ে। কুয়াশা ও হিম‌েল বাতাস‌ের কারন‌ে প্রয়া‌েজন‌ের চ‌েয়‌ে ব‌েশি শীত অনুভূত হচ্ছে। সবচ‌েয়‌ে বিপাক‌ে রয়‌েছ‌েন সাধারণ খ‌েট‌ে খাওয়া শ্রমজীবী মানুষ।   

আরও পড়ুন: 


 মিয়ানমারে রাষ্ট্রপতি ও অং সান সু চি সেনাবাহিনীর হাতে আটক

মেসির গোলে বার্সার জয়

আ.লীগ প্রার্থীকে হারিয়ে নৈশ্যপ্রহরী এখন মেয়র!

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ওই ছাত্রীকে প্রথমে ‌‘রেস্তোরাঁর ওয়াশরুমে পরে বাসায় নিয়ে ধর্ষণ’


news24bd.tv / কামরুল