মিয়ানমারে রাস্তায় রাস্তায় সেনা টহল: এক বছরের জরুরী অবস্থা জারি

মিয়ানমারে রাস্তায় রাস্তায় সেনা টহল: এক বছরের জরুরী অবস্থা জারি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে বর্তমান ক্ষমতাশীন দল এনএলডির নেতা অং সান সু চি ও প্রেসিডেন্টসহ শীর্ষ নেতারা আটক। সেনাবাহিনী এক বছরের জন্য জরুরী অবস্থা জারি করেছে।

রাস্তায় রাস্তায় সেনা টহল। টেলিফোন, মোবাইল, ইন্টারনেট সেবা বন্ধ।

রাষ্ট্রীয় সব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে।  

মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলােদশ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।  

আজ ভোরে সু চিসহ এনএলডির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দলীয় মুখপাত্র।

দেশটিতে কিছুদিন ধরে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনার পর আজকের এই ঘটনা ঘটল। এই ঘটনায় দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছে।  

মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পায়। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।  

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স

news24bd.tv আয়শা