থমথমে মিয়ানমার, এটিএম বুথে টাকা উত্তোলনকারীদের লাইন

থমথমে মিয়ানমার, এটিএম বুথে টাকা উত্তোলনকারীদের লাইন

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে বর্তমান ক্ষমতাশীন দল এনএলডির নেতা অং সান সু চি ও প্রেসিডেন্টসহ শীর্ষ নেতারা আটক। সেনাবাহিনী এক বছরের জন্য জরুরী অবস্থা জারি করেছে। খবর বিবিসির।  

রাস্তায় রাস্তায় সেনা টহল।

বড় শহরগুলোতে ইন্টারনেট. টেলিফোন এবং মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানিয়েছে কারিগরি ত্রুটির কারণে তাদের সেবা বন্ধ রয়েছে। পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে।  

নেইপিদোর সাথে যোগাযোগ করা এখন খুবই কঠিন হয়ে গেছে।

পরিস্তিতি বাইরে থেকে বোঝা এখন বেশ কঠিন। মিয়ানমারের সাবেক রাজধানী এবং বড় শহর  ইয়াঙ্গুনের ফোন লাইন, ইন্টারনেট সেবা সীমিত করে দেওয়া হয়েছে। অনেক সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।  


সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ওই ছাত্রীকে প্রথমে ‌‘রেস্তোরাঁর ওয়াশরুমে পরে বাসায় নিয়ে ধর্ষণ’

৭ নায়ক ৭ নির্মাতার ১ ছবি

ধর্ষিতাকে লাখ টাকা জরিমানা, আ.লীগ নেতা জেলে


মিয়ানমারে অবস্থিত বিবিসি, সিএনএন, রয়টার্স, এপিসহ আন্তর্জাতিক সব গণমাধ্যমের স্থানীয় অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।  

ইয়াঙ্গুনে মানুষ এটিএম বুথ থেকে টাকা তোলার লাইন ধরেছে। সামনের দিনে নগদ টাকার সংকট হতে পারে এমন ধারণা থেকে তারা টাকা উত্তোলন করছে।  

কিছু কিছু এটিএম বুথ ইতোমধ্যেই কাজ করছে না। এমনকি মানুষ এটাও নিশ্চিত নয় যে আজ ব্যাংক খুলবে নাকি খুলবে না।  

সূত্র: বিবিসি থেকে অনুবাদকৃত

news24bd.tv আয়শা