করোনায় আক্রান্ত একজন, লকডাউনে ২০ লাখ

করোনায় আক্রান্ত একজন, লকডাউনে ২০ লাখ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার পার্থে একটি কোয়ারেন্টাইন হোটেলের একজন নিরাপত্তাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরো শহরে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

রবিবার থেকে পার্থের প্রায় বিশ লাখ অধিবাসীকে অবশ্যই বাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী পিল ও সাউথ ওয়েস্ট অঞ্চলেও এই নির্দেশ কার্যকর হবে।

রাজ্য সরকার জানায়, মোট ৬৬ জন এই নিরাপত্তাকর্মীর সংস্পর্শে এসেছিলো বলে শনাক্ত করা হয়।

পরে তাদের পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত করা যায় নি।

সোমবার থেকে পার্থে স্কুল খোলার কথা থাকলেও এই ঘোষণার ফলে তা আবার পিছিয়ে গেল। এছাড়া স্থানীয়রা শুধুমাত্র শরীরচর্চা, চিকিৎসা, অতি প্রয়োজনীয় কাজ ও খাবার কেনার জন্য বাইরে বের হতে পারবেন। তবে ক্যাফে, বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

এছাড়া বিয়ের অনুষ্ঠানও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


সু চিকে না ছাড়লে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি ৬ আগস্ট

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ওই ছাত্রীকে প্রথমে ‌‘রেস্তোরাঁর ওয়াশরুমে পরে বাসায় নিয়ে ধর্ষণ’


কর্তৃপক্ষের ধারণা, অস্ট্রেলিয়ায় ফেরত আসা এক যাত্রী ওই হোটেলে কোয়ারেন্টাইনে থাকার সময় তার কাছ থেকে নিরাপত্তাকর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যাত্রী যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরনে আক্তান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় এই ধরন আগেই শনাক্ত হয়েছে।

news24bd.tv / নকিব