এটা কি চীনের ষড়যন্ত্র?

আফসার আহমেদ

এটা কি চীনের ষড়যন্ত্র?

Other

বাইডেন ক্ষমতায় আসার ১১ দিনের মাথায় মিয়ানমারে সেনা অভ্যুত্থান। বাইডেেন প্রশাসনের প্রভাব মোকাবিলায় এটা কি চীনের ষড়যন্ত্র? 

কিন্তু মিয়ারমার তো চীনের হাতেই ছিল এবং আছে। তাহলে কি  চিরাচরিত আগ্রাসী পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আমেরিকার ফিরে আসার ওয়েক-আপ কল? দ্বিতীয় আশাঙ্কা আমার প্রবল।  

তবে যারাই আর্মিদের সহযোগিতা করুক, বড় ক্ষতিটা হবে রোহিঙ্গাদের।

সেখানে রোহিঙ্গা দমন পীড়ন বাড়বে, রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব হবে এবং বৌদ্ধ জাতীয়তাবাদ আরো তীব্র হবে। কারণ সেনাশাসকদের বড় অস্ত্র হল ধর্ম-আশ্রিত জাতীয়তাবাদ কিংবা ধর্মীয় জাতীয়তাবাদ। যেমনটা আমরা বাংলাদেশেও দুই সেনা শাসকের বেলায় দেখেছি।  


অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতিকে বিব্রত করা: কাদের

সু চিসহ শীর্ষ নেতাদের ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি

থমথমে মিয়ানমার, এটিএম বুথে টাকা উত্তোলনকারীদের লাইন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব


আর মিযানারে আর্মির ক্ষমতা নেওয়া দেখে এদেশে যারা খুশিতে ফকফকা, তারা না বুঝেন দেশের রাজনীতি, না বুঝেন আন্তর্জাতিক রাজনীতি।

এখন প্রথম চিন্তাটা হল রোহিঙ্গাদের নিয়ে, যে কারণে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ আরো ক্ষতিগ্রস্ত হবে।

news24bd.tv নাজিম