ভারতের দেয়া গান্ধীমূর্তি ভাঙা হলো যুক্তরাষ্ট্রে

ভারতের দেয়া গান্ধীমূর্তি ভাঙা হলো যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে আবারও ভেঙে ফেলা হয়েছে গান্ধীমূর্তি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে স্থাপিত গান্ধীমূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। গত ২৮ জানুয়ারি এই ঘটনা ঘটে।

ব্রোঞ্জের এই গান্ধীমূর্তিটি ২০১৬ সালে ভারতের দেয়া।

এটি লম্বায় সাড়ে ৬ ফুট ও এর ওজন ছিলো ২৯৪ কেজি (৬৫০ পাউন্ড)।

গত বছরও ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সামনে স্থাপিত আরেকটি গান্ধীমূর্তি হামলার শিকার হয়। তবে এই মূর্তিটি কারা ভেঙেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেভিস সিটি কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিকস বলেন, "ক্ষতিগ্রস্ত মূর্তিটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সংস্কারের পর এটি আবারও স্থাপন করা হবে। "

ডেভিস পুলিশের ডেপুটি সেন্ট্রাল চিফ পল ডোরোশভ বলেন, "এলাকার বাসিন্দাদের একাংশের কাছে এই মূর্তিটি একটি আইকন। তাই মূর্তি ভাঙার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। "

মূর্তিটি বসানোর সময় তীব্র বিরোধিতা করেছিল গান্ধী বিরোধী ও ভারতবিরোধী কিছু সংগঠন। এদের নেতৃত্বে ছিল অর্গানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া (ওএফএমআই)।


করোনায় আক্রান্ত একজন, লকডাউনে ২০ লাখ

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি ৬ আগস্ট

শিক্ষার্থীকে ‘অধিক মাত্রায়’ মদপানের পর ধর্ষণ ও হত্যা

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার


কিন্তু বিরোধিতা সত্ত্বেও মূর্তি বসানোর পক্ষেই ভোট দেয় ডেভিস প্রশাসন। এরপর থেকেই গান্ধীমূর্তি সরানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ওএমএফআই।

news24bd.tv / নকিব