মনে কি আছে সেই বিচ্ছু বিড়ালটিকে? যে সারাদিন আরাম প্রিয় এবং ভদ্র। কিন্তু তার ঘুম নষ্ট করে ছেড়েছিল ছোট্ট এক ইঁদুর ছানা। হ্যাঁ, ঠিক বুঝেছেন বিখ্যাত কমিক চরিত্র টম এবং জেরির কথাই বলা হচ্ছে।
ইঁদুর বিড়ালের এই জনপ্রিয় কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরির সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া কঠিন।
সু চিকে না ছাড়লে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
শিক্ষার্থীকে ‘অধিক মাত্রায়’ মদপানের পর ধর্ষণ ও হত্যা
ওয়ার্নার ব্রাদার্স যে টম অ্যান্ড জেরি মুভি নিয়ে আসতে চলেছে দর্শকের কাছে, তা শুধুই অ্যানিমেশন নির্ভর নয়। এখানে খুব যুক্তিসঙ্গত ভাবেই টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন, তবে ছবির বাকি অংশ জুড়ে অভিনয় করবে মানুষেই।
এ সিনেমা মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি। সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি দেখা যাবে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সে আভাসই দিয়েছে।
news24bd.tv/আলী