তরমুজ ক্ষেত দেখতে গিয়ে বিএসএফের গুলির শিকার কৃষক

তরমুজ ক্ষেত দেখতে গিয়ে বিএসএফের গুলির শিকার কৃষক

Other

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।   বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মো. হাবিবুল হক প্রধান।

সোমবার ভোরে পাড়িয়া সীমান্তে ওই কৃষক তরমুজ ক্ষেত দেখতে গেলে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তরিকুল ইসলাম (৪৫) উপজেলার পাড়িয়া ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামের  মৃত জবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া সীমান্তে তরিকুল ইসলাম তরমুজ ক্ষেত দেখতে গেলে বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: 


ধর্ষিতাকে লাখ টাকা জরিমানা, আ.লীগ নেতা জেলে

রাজধানীতে ফের ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু

খাওয়ার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে একি করলেন ‘নানা’

ছুটিতে গিয়ে যারা সৌদি ফেরেনি তাদের জন্য দুঃসংবাদ


 

ঠাকুরগাঁও ৫০ বিজিজির সাথে একাধিকার বার যোাগাযোগ করেও পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলার তরিকুল নামে এক লোক ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে।

news24bd.tv তৌহিদ