ইয়েমেনে ৩ হাজার গুচ্ছবোমা ব্যবহার সৌদি জোটের

ইয়েমেনে ৩ হাজার গুচ্ছবোমা ব্যবহার সৌদি জোটের

অনলাইন ডেস্ক

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত তিন হাজার ১৭৯টি গুচ্ছ বোমা ব্যবহার করেছে।

ইয়েমেনের এক্সিকিউটিভ মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক আলী সোফরা গত রোববার দাবি করেছেন।

সোফরা জানান, এসব গুচ্ছবোমার বেশিরভাগ শিকার হয়েছেন বেসামরিক নাগরিক এবং নিহতের মধ্যে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি। তিনি জানান, গুচ্ছ বোমা হামলায় ইয়েমেনের এক হাজারের বেশি মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই কৃষি এবং তৃণভূমি এলাকায় বাস করতেন।

আরও পড়ুন:


পবিত্র কোরআনের কোন সূরাতে বিসমিল্লাহ নেই

আন্তর্জাতিক বাজারে টানা ৯ মাস ধরে বাড়ছে এলপিজির দাম

দৌড়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পায়নি স্কুলছাত্রী

‘ককটেল পার্টি’ থেকে ফিরে তিনজনের মৃত্যু, অসুস্থ্য আরও কয়েকজন


২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। যুদ্ধের এক পর্যায়ে এসব দেশ ইয়েমেনের ওপর সর্বাত্মক অবরোধ দিয়েছে যার কারণে দেশটি এখন মানবিক বিপর্যয়ের মুখে।

গত বছরের জুন মাসে ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছবোমা ইয়েমেনের সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে।

news24bd.tv আহমেদ