প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
অন্যের ক্ষতির জন্য খুঁড়ে রাখা গর্তে নিজেকেই পড়তে হয়
আশরাফুল আলম খোকন
ক্লাস ফাইভে পড়ার সময় খেলা নিয়ে একবার বন্ধুদের সাথে ঝগড়া হয়েছিল। তখন জিদ করে নির্দিষ্ট একটি জায়গায় দুইটা বেত কাটা মাটিতে পুঁতে রেখেছিলাম যাতে ওদের পায়ে কাঁটাগুলো বিঁধে। বিধি বাম ওরা ওখান দিয়ে অনেক হাঁটাচলা করেছে কারো পায়ে বিঁধেনি। এর দুইদিন পর ঠিকই আমার পায়েই বিঁধেছে এবং খুব বাজে অবস্থা হয়েছিল।
এই শিক্ষার পর থেকে আমি জানামতে কখনো কারো ক্ষতি করিনি। কারণ বিশ্বাস করি কারো ক্ষতির জন্য খুঁড়ে রাখা গর্তটিতে নিজেকেই পরতে হবে।
তাই, যারা লুজার তাদেরকে নিয়েও আমি কিছু বলি না। তারা দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অনেক কথা বলে, পাগলামি ছাগলামি করে, ঘেউ ঘেউ করে। করতে দেই করুক। করতে করতে একসময় আরও বিগ লুজার হবে। সেই অপেক্ষায় থাকি।
আরও পড়ুন:
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের খবর আগেই জানতো পশ্চিমাদেশগুলো
এবার ইসরাইলের ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ
ইয়েমেনে ৩ হাজার গুচ্ছবোমা ব্যবহার সৌদি জোটের
তবে, প্রচার কখন কোনটা কিভাবে করাতে হয় তা আমি ভাল করেই জানি।আমি যখন যেটা প্রচার করতে চাই, তখন আমার হেটার্স’রাও সেটাই প্রচার করে। এইরকম ধরা বিএনপি-জামাত ছাগুরা বহুবার খেয়েছে। মক্কা অনেক দূর ভাই সকল...
বাকিসব বাদ দিলাম, জীবনে যতগুলো মানুষের চাকরি দিছি, আপনারা (লুজারস’রা) জীবনে এতোগুলো “কলা”ও খান নাই। জিজ্ঞেস কইরেন, বিনিময়ে কেউ এক কাপ চা খাওয়াইতে পারছে কিনা।
আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য