মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

অনলাইন ডেস্ক

মিয়ানমারের সেনা অভ্যুত্থানে রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের ভবিষ্যত পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মতে, সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাদের দুর্দশাও আরো অনেকাংশে বেড়ে যাবে।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুযারিক বলেছেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও ৬ লাখ রোহিঙ্গা রয়েছে।

এর মধ্যে ১ লাখ ২০ হাজার ক্যাম্পে বন্দি অবস্থায় আছেন। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। মৌলিক স্বাস্থ্যসেবা ও শিক্ষায় তাদের সুযোগ খুবই সীমিত। আমরা শঙ্কা করছি, দেশটির নতুন এই সেনা অভ্যুত্থান সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরও অবনতি ঘটাবে।


করোনায় আক্রান্ত একজন, লকডাউনে ২০ লাখ

বাচ্চার নাম 'ভামিকা' নিয়ে বিপাকে বিরাট-আনুশকা

মিয়ানমারের সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ

এখন থেকে ফোন বন্ধ রাখবেন আমির খান


উল্লেখ্য, মিয়ানমারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি)  নেতৃত্বাধীন সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

সোমবার এই অভ্যুত্থানের পর দেশটিতে আগামী এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা।

news24bd.tv / নকিব