বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
মিয়ানমার ইস্যুতে জরুরী বৈঠকে বসছে জাতিসংঘ
অনলাইন ডেস্ক
মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মহাসচিব উদ্বেগ জানিয়েছে গতকালই। আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমার ইস্যুতে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
দারিদ্র পীড়িত এই দেশটিতে আবারো সেনা অভ্যুত্থানের ঘটনাকে গণতন্ত্রের ওপর ‘ভীষণ আঘাত’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘে ব্রিটেনের দূত বারবারা উডওয়ার্ড সাফ জানিয়েছেন, গত নভেম্বর মাসে মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে বৈধ হিসেবে গণ্য করা হবে। নেত্রী সু চি’র দ্রুত মুক্তির জন্য চেষ্টা করবে লন্ডন।
মেধা যাচাই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়
রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে আজ
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
অন্যের ক্ষতির জন্য খুঁড়ে রাখা গর্তে নিজেকেই পরতে হয়
জাতিসংঘের প্রতিনিধি স্টেফানি দুজারিক জানিয়েছেন, ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মিয়ানমারের রাজধানী নাইপিদোতে থাকা কর্মকর্তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। এই অভ্যুত্থানের ফলে রাখাইন প্রদেশে থাকা রোহিঙ্গাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে।
উল্লেখ্য, সোমবার মিয়ানমারের শাসকদল ‘ন্যাশনাল লিগ অব ডেমোক্র্যাটিক পার্ট (এনএলডি)-এর মুখপাত্র মায়ও নায়ান্ট জানান, আচমকা কাউন্সিলর সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করে সেনাবাহিনী।
সূত্র: ডয়েচে ভেলে
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য