রোষের মুখে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী আইনপ্রণেতা

রোষের মুখে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী আইনপ্রণেতা

অনলাইন ডেস্ক

বিশ্বের বহু মানুষের মতো ম্যাজোরি টেইলর গ্রিনও বিশ্বাস করেন ষড়যন্ত্র তত্ত্বে। তবে একজন নির্বাচিত রাজনীতিবিদ হওয়ায় নিজের বিশ্বাসের জন্য তিনি আলাদাভাবে রোষের শিকার হয়েছেন।

তার মতে, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলাটি ছিলো সাজানো। শুধু এটিই নয়, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার স্কুলে সন্ত্রাসী হামলার ঘটনাও ছিল সাজানো।

এসব ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করায় ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের রাজনীতিবিদরাই ক্ষিপ্ত তার উপর।

তার নাম উল্লেখ না করে রিপাবলিকান রাজনীতিবিদ ও সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, এমন ব্যক্তি দল ও দেশের জন্য ক্যান্সার।   

গ্রিনকে শিক্ষা ও শ্রম কমিটি এবং বাজেট কমিটিতে রেখেছেন হাউজ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি।


মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

বাচ্চার নাম 'ভামিকা' নিয়ে বিপাকে বিরাট-আনুশকা

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে

এখন থেকে ফোন বন্ধ রাখবেন আমির খান


এরইমধ্যে ডেমোক্রেটরা প্রস্তাব দিয়েছে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এই আইনপ্রণেতাকে এসব কমিটি থেকে বহিষ্কার করার।

news24bd.tv / নকিব