সুন্দরবনে ৪২ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার দুই

সুন্দরবনে ৪২ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার দুই

Other

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে থামছেনা হরিণ শিকার। বাগেরহাটে মাত্র তিন দিনে ৪টি মাথাসহ ১০৯ কেজি হরিণের মাংস ও ৫ জন চোরা শিকারীকে আটক হয়েছে।

সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক দুই চোরা শিকারী হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ।


কারিশমার সাথে বিচ্ছেদে ছবি থেকেও বাদ অজয়

এক বিশ্বকাপের আগে আরেক বিশ্বকাপের আয়োজক কাতার

স্মার্টফোনের বহুমুখী ব্যবহারে কমছে মস্তিষ্কের কার্যক্ষমতা


বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সোমবার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছে অভিযান চালায়। অভিযানে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারী নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।  

এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের উপর থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা।

 

news24bd.tv আয়শা