করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজেদের ঝুঁকিতে ভ্যাকসিন নেয়ার পরামর্শ পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
সোমবার চীন থেকে পাঁচ লক্ষ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে পাকিস্তানে। প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত এই খবরে উল্লসিত প্রতিক্রিয়া দেখালেও যেন উল্টো পথে হাঁটছেন পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, ইয়াসমিন রশীদ সকলকে পরামর্শ দিতে গিয়ে বলেছেন, বিভিন্ন দেশে ভ্যাকসিনের নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে, অনেক মৃত্যুর ঘটনাও দেখা যাচ্ছে। সুতরাং সকলকে নিজেদের ঝুঁকিতেই ভ্যাকসিন নিতে হবে।
তিনি আরও জানিয়েছেন, ভ্যাকসিন কতদিন কার্যকর থাকবে তা তার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
একই দিনে পাকিস্তানি যুদ্ধবিমানে ইসলামাবাদে এসে পৌঁছেছে চীনা ভ্যাকসিন করোনাভ্যাক। পাকিস্তান স্বাস্থ্যমন্ত্রী ড. ফয়জল খান একথা জানান।
তিনি বলেন, "আল্লাহর দয়ায় সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ব্যাচ এসে গিয়েছে। চীন ও আরও যাদের জন্য এটা সম্ভব হল তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই।"
মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে
আল-জাজিরার প্রতিবেদন মিথ্যা ও মানহানিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়
এছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনের ১ কোটি ৭০ লক্ষ ডোজও আসার কথা পাকিস্তানে। এর মধ্যে প্রায় ৭০ লক্ষ ডোজ মার্চের মধ্যেই এসে যাবে।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য