প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
দূতাবাসে অবহেলিত রেমিট্যান্স যোদ্ধারা
অনলাইন ডেস্ক
প্রবাসে যারা পরিবার পরিজন ছেড়ে পরিশ্রম করে দেশে অর্থ পাঠায় তাদের রেমিট্যান্স যোদ্ধা নামেই সবাই জানে। যাদের শ্রম-ঘামের যুদ্ধে করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে। বিদেশের মাটিতে বাংলাদেশি দূতাবাসগুলোই তাদের অসময়ে পাশে দাড়ানোর কথা। কিন্তু কতটুকু সেবা তারা দূতাবাসগুলো থেকে পাচ্ছে? প্রবাসীদের অভিযোগ, দূতাবাসে সেবার বদলে নানারকম হয়রানি মেলে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আছে দালাল চক্রের দৌরাত্ম।
করোনা মহামারিতেও গেল বছরের চেয়ে ৪১ শতাংশ বেশি টাকা পাঠিয়ে রেকর্ড ভেঙে একের পর এক নতুন রেকর্ড গড়েছে প্রবাসী শ্রমিকরা। বিদেশের মাটিতে কর্মীদের রাষ্ট্রীয় অভিভাবক সে দেশে থাকা বাংলাদেশি দূতাবাস। কিন্তু সেবার মান নিয়ে অসন্তোষ রয়েছে প্রবাসীদের।
সৌদি আরবের প্রবাসী সাদ্দাম জানায়, কি বলবো দেশেও আমরা অবহেলিত বিদেশের মাঠিতে তো আরও বেশি। আমাদের তো সৌদিতে বাংলাদেশের দূতাবাসে কোন ধরনের পাত্তা দিতে চায় না। হেল্প তো দূরের কথা। কোন কাজ করতে গেলে দালালের মাধ্যমে হয়রানি হতে হয়।
কারিশমার সাথে বিচ্ছেদে ছবি থেকেও বাদ অজয়
এক বিশ্বকাপের আগে আরেক বিশ্বকাপের আয়োজক কাতার
স্মার্টফোনের বহুমুখী ব্যবহারে কমছে মস্তিষ্কের কার্যক্ষমতা
চাকরির পাশাপাশি অনেক প্রবাসীই ব্যবসা করতে চান। করতে চান বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং। কিন্তু অন্যান্য দেশের দূতাবাসের মত বাংলাদেশের দূতাবাসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের।
প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন-রামরুর জরিপ বলছে, ১৯ ভাগ মানুষ বিদেশে যাওয়ার আগে প্রতারিত হন। বিদেশে যাওয়ার পর প্রতারণার শিকার হন ৩১ ভাগ। সরকারি বেসরকারি মাধ্যমে প্রতি বছর যান ২০ লাখের মতো। অনেকেই ফিরেও আসেন নানা জটিলতায়।
রামরুর পরিচালক মেরিনা সুলতান বলেন, প্রবাসীরা দেশের জন্য যে অবদান রাখছে তার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করার সময় এসেছে।
দূতাবাসের সেবার মান বাড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, কিছু জায়গায় আমরা অভিযোগ পেয়েছি। দূতাবাস কেন্দ্রিক কিছু চক্র গড়ে ওঠে। এর আগে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। গত কয়েক বছর আমরা দেখেছি। আমাদের এ কাজগুলো অব্যহত থাকবে।
বিশ্বের ১৭২ দেশে সোয়া কোটির বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। যাদের সেবা দিতে ৫৮ টি দেশে ৭৭ টি মিশন কাজ করে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য