নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত, মহাসড়ক অবরোধ
নাসিম উদ্দীন নাসিম, নাটোর
নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে ট্রাকের চাপায় আমির হোসেন নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেনের বাড়ি সদরের চৌরি ষোলঘর এলাকায়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলে লক্ষ্মীপুর থেকে আহম্মেদপুর বাজারে যাচ্ছিলেন আমির। হয়বতপুর এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নৌকায়ই উঠতে হবে: খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী
শুধু গৃহকর্মী বাবদ ট্রাম্প পাচ্ছেন প্রায় ১ লাখ ডলার
মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের
এরপরপরই বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা সড়কটি সংস্কার করে উভয়পাশে চলাচলের জন্য রাস্তা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।
ওসি রেজওয়ানুল আরও জানান, হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরই পালিয়ে গেছে এর চালক। আমিরের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য