হেলিকপ্টারে চড়িয়ে ফাইভস্টার হোটেলে নিয়ে সংবর্ধনা

হেলিকপ্টারে চড়িয়ে ফাইভস্টার হোটেলে নিয়ে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

মো. নাজমুল চৌধুরী নামের এক ব্যক্তিকে তার কোম্পানী হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রাম থেকে ফাইভস্টার হোটেলে নিয়ে সংবর্ধনা দিয়েছে। আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে ব্যতিক্রমী এই আয়োজন দেখা গেছে।

জানা গেছে, নাজমুল চৌধুরী আরএফএলর ঢাকার বাড্ডার পরিবেশক। ১২ বছর ধরে তিনি সেখানকার পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর মধ্যে গত ছয় বছর ধরে তিনি শ্রেষ্ঠ পরিবেশক হিসেবে নির্বাচিত হন। এরই অংশ হিসেবে এ বছর শ্রেষ্ঠ পরিবেশক নির্বাচিত করে কোম্পানিটি মঙ্গলবার দুপুরে তাকে বাড়ি থেকে হেলিকপ্টারে করে হবিগঞ্জের পাঁচ তারকা হোটেল দ্যা প্যালেসে নিয়ে যায়। পরে সেখানে তাঁকে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।

মঙ্গলবার চাঁন্দপুর গ্রামে গিয়ে দেখা যায়, নাজমুল চৌধুরিকে দেয়া এ সম্মাননাকে কেন্দ্র করে সেখানেও গণসংবর্ধনা দেয়া হয়।

এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   ধরখারর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আরিফুল হক বাছিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখতে গিয়ে অতিথিবৃন্দ নাজমুল চৌধুরীর প্রশংসা করেন। তাঁরা বলেন, 'গ্রামের একটা ছেলে ঢাকায় গিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া আমাদের গর্বের। এতে আমরা খুবই গর্বিত। ' 

চাঁন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবু নাসের চৌধুরীর  নাজমুল চৌধুরী বলেন, এ ধরনের ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে আমাকে সম্মাননা দেয়ায় কোম্পানির প্রতি কৃতজ্ঞ। এমন সম্মাননায় কোম্পানির অন্যান্য পরিবেশকরা উৎসাহিত হবে।


নৌকায়ই উঠতে হবে: খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী

শুধু গৃহকর্মী বাবদ ট্রাম্প পাচ্ছেন প্রায় ১ লাখ ডলার

মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

ভারতে কমছে সোনার দাম


এত প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি খুব কম মূলধন নিয়ে ব্যবসা শুরু করি। আমি মনে করি সততা ও কর্মনিষ্ঠতা থাকলে খুব দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব। ' 

আলী নেওয়াজ খান ট্রাস্টের সভাপতি মহসিন খান স্বপন বলেন, বিষয়টি আমাদের এলাকার গর্বের। এ উপলক্ষে এলাকায় সংবর্ধনার আয়োজন করা হলে ব্যাপক সাড়া মেলে।

আরিফুল হক চৌধুরি বাছির বলেন, 'দেশের একটি সেরা কোম্পানির টানা ছয়বার শ্রেষ্ঠ পরিবেশক হয়ে নাজমুল আমাদের এলাকার মুখ উজ্জল করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো করবেন নাজমুল। '

news24bd.tv নাজিম