ত্যাগী লোক তবে ভোটডাকাতি কেন, চসিক মেয়রকে কাদের মির্জা
গণমাধ্যম আজ কার হাতে বন্ধী

ত্যাগী লোক তবে ভোটডাকাতি কেন, চসিক মেয়রকে কাদের মির্জা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই  আবদুল কাদের মির্জা বলেছেন,আপনি নিজেকে ত্যাগি দাবি করেছেন। ৬৪ বছর রাজনীতি করেন। এই ত্যাগী লোকটা কেন ভোট ডাকাতি করতে গেলেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কেন মানুষের ভোটের অধিকার হরণ করলেন?

সোমবার রাত ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

 

বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা বলেন, চট্টগ্রামের মেয়র আমাকে বলেছেন ‘অর্বাচীন বালক’। আমি যখন চট্টগ্রামে ভোটডাকাতির কথা বলেছিলাম, এখন আমি অর্বাচীন বালক। অর্বাচীন বালক মানে হচ্ছে আমি অবুঝ বালক। এই অবুঝ বালকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিগত ১৬ জানুয়ারি বসুরহাট নির্বাচনে কাস্টিং ভোটের ৭৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

এটি আপনাকে স্মরণ করে দিতে চাই।  


সব মুছতে চান শ্রাবন্তী, কিন্তু কেন?

সারাদেশে মদ পানে ১৫ জনের মৃত্যু, বাড়ছে উৎকণ্ঠা

স্মার্টফোনের বহুমুখী ব্যবহারে কমছে মস্তিষ্কের কার্যক্ষমতা


চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি এত বড় নেতা, প্রতিদ্বন্দ্বিতা করার আগে আপনার নামও শুনিনি। কথা বলার আগে চিন্তা করে বলবেন। যদি নিজেকে অভিজ্ঞ মনে করেন, ত্যাগী মনে করেন তা হলে ভাষাজ্ঞান রেখে কথা বলবেন।  

দলের গঠনতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, আমার দলের ঘোষণাপত্রে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। ওনারা বলতে পারলে আমি পারব না? আমি রক্তচক্ষুকে ভয় করি না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- রক্ত চক্ষু দেখাবেন না, চেষ্টা করবেন না।

দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন কাদের মির্জা। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘আমি বুঝি না টেলিভিশন চ্যানেল, সংবাদপত্রগুলো আজ কি কারও হতে বন্দী, কারও নির্দেশনায় চলে? এই অবস্থা কি দেশে চলতে দেওয়া যায়?’

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আজ কিছু কিছু সংবাদমাধ্যমের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, সাংবাদিকেরাও তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। গতকাল (রোববার) জনপ্রিয় চ্যানেল চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে সোমা ইসলামের সঙ্গে আমি যুক্ত হই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই অনুষ্ঠানের মাঝপথে আমাকে বের করে দেওয়া হয়েছে। ’

কাদের মির্জা বলেন, ‘সোমবার ডিবিসি টেলিভিশন ‘রাজকাহন’-এ আমাকে যুক্ত করেছিল। হঠাৎ করে সকালবেলায় বিভিন্ন অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ’

news24bd.tv/আলী